বগুড়ায় সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং সেন্টারে পুরোদমে ক্লাস চলছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং সেন্টারগুলো খোলা রেখে বগুড়ার বেশিরভাগ কোচিং সেন্টারগুলোতে পুরোদমে ক্লাস চলছে। গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার কোচিং সেন্টারগুলো ঘুরে এই চিত্র দেখা গেছে। দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষনা অনুযায়ী ১৭ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও শহরের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টারগুলো পুরোদমে চালু রেখেছে একশ্রেণীর অর্থলোভী কোচিং সেন্টারের পরিচালকবৃন্দ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জলেশ্বরীতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় যে কোচিং সেন্টারগুলো খোলা রেখে শিক্ষার্থীদের পাঠদান করছে। এসময় অনেক কোচিং সেন্টারের সামনে অভিভাবকদের আড্ডারত অবস্থায় দেখা যায়। শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত “ইজি কোচিং সেন্টারে” সাংবাদিক ছবি তুলতে গেলে শিক্ষকরা শিক্ষার্থীদের তাড়াতাড়ি করে কোচিং সেন্টার ত্যাগ করতে বলেন। এসময় উক্ত শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে বলেন পরিচালকের সঙ্গে কথা বলতে কিন্তু সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পরিচালক এম এ সাঈদ কুদরী উনার রুম থেকে সটকে পড়ে। এ ব্যাপাওে বগুড়া কোচিং সেন্টার এসোসিয়েশনের সভাপতি হেলালুল করিম জানান সরকারী নির্দেশ মেতাবেক আমরা সকল কোচিং সেন্টারকে ক্লাস বন্ধ করার জন্য জানিয়েছি। এরপরও যদি কেউ কোচিং সেন্টারগুলো কোচিং খোলা রাখে তবে তার দায় দায়িত্ব আমরা নিব না। তিনি এর সাথে আরো বলেন করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বেও ছড়িয়ে পড়ছে এর থেকে রক্ষা পেতে হলে সরকারী নির্দেশনা পালন করার পাশাপাশি আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ