বগুড়া রাজাবাজারে ৫ শতাধিক মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: বগুড়ার ব্যস্ততম ও জনবহুল স্থান শহরের রাজাবাজারে বুধবার দুপুরে ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, রিক্সা ও ভ্যান চালকসহ বাজারে আগত প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে পর্যায়ক্রমে সাবান ও মাস্ক বিতরণ করেছেন রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি আলহাজ¦ ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের নেতৃত্বে ভিড় এড়িয়ে উক্ত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মদন প্রসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, নির্বাহী সদস্য মানিক সরকার প্রমুখ। যেহেতু সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করার তাগিদে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতেই বাজার খোলা থাকবে তাই ব্যবসায়ী সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ পুরো বাজারে মাইকিং এর মাধ্যমে সকলকে এই ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা পৌছে দেন। তিনি সকল ব্যবসায়ীকে মাস্ক পরিধান করে নিজের এবং নিজের পরিবারের কথা ভেবে বারবার সাবান দিয়ে ভালভাবে হাত ধোঁয়ার আহব্বান জানান। সেই সাথে বাজারে আগত ক্রেতাদের কোন ভিড় না করে দ্রুততম সময়ে বাজার শেষ করে নিজ নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুরোধ জানানো হয় ব্যবসায়ী নেতৃবৃন্দদের পক্ষ থেকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ