করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

বগুড়া নিউজ ২৪ঃ বগুড়াতে করোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেলেন। তার নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি শুক্রবার (১৯ জুন) মারা যান।

আজ শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ সদরদফতর।

সদরদফতর জানায়, ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।

পুলিশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩০ জন প্রাণ দিয়েছেন। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৪৯৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। একক বাহিনী হিসেবে এ ভাইরাসে পুলিশেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ডিএমপির সদস্য রয়েছেন ২ হাজার ৫০ জন।

এদিকে কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ১৮৭ জন পুলিশ সদস্য। আইসোলেশনে আছেন ৩ হাজার ১৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১১ জন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০