গোবিন্দগঞ্জে ফেনসিডিল উদ্ধার, মোটরসাইকেল জব্দ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিল উদ্ধারসহ একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে যাওয়ায় মোটর সাইকেল চালককে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১২ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মায়ামনি মোড়ে একটি মোটর সাইকেল তল্লাসী করে ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মায়ামনি পলাশবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল পেয়ে চালক মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। এতে সন্দেহ হলে মোটরসাইকেলটির তল্লাশি করা হয়। তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আফজাল হোসেন জানান, ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার সহ কালো রঙয়ের ১৫০ সিসি একটি এ্যাপাসি মোটরসাইকেল (জয়পুরহাট-ল১১-১৩০৮) জব্দ করা হয়েছে। অজ্ঞাত আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ