কাহালুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাহালু প্রতিনিধিঃ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ অভিযান চালানো হয়।

অভিযানে কাহালু রেলওয়ে স্টেশন এলাকার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা চা স্টল, খাবার হোটেলসহ বিভিন্ন স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (বগুড়া-৪) এর কাচারি অফিসের কানুনগো মো. গোলাম নবী ও রেলওয়ে পুলিশ।

তিনি জানান, ‘রেলস্টেশন এবং এর আশে পাশের ১৪৪ ধারা জারি থাকে। এটি উপেক্ষা করে অনেকেই রেললাইনের দু ধার দিয়ে অবৈধ ভাবে দোকান ঘর গড়ে তুলেছেন। আমাদের কাছে বার বার এগুলো উচ্ছেদের জন্য অভিযোগ আসছিল। তারই প্রেক্ষিতিতে আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে দখল হওয়া রেলওয়ের সম্পত্তি উদ্ধার করেছি।’

তবে স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, তাদেরকে কোন প্রকার নোটিশ বা আগে না জানিয়ে দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের পূর্বেই তাদের জানালে তারা দোকানের মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতে পারতেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ