বিজয় দিবসে পঞ্চগড়ে ক্ষুধাজয়ী সংগ্রামী ১৫ নারী পেলেন হাঙ্গার ফ্রি প্রাইজ

সিজুল ইসলামঃ আজ পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাটে অবস্থিত জাপান ভিত্তিক স্বেচ্ছাব্রতী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে বিজয় দিবসে দুপুর আড়াইটায় ক্ষুধা জয়ী সংগ্রামী ১৫ জন নারীকে হাঙ্গার ফ্রি প্রাইজ-২০২০ প্রদান করা হয়। জীবন সংগ্রামে যুদ্ধ করা এসব নারীদের অনুপ্রাণিত করবার জন্য তাদের হাঙ্গার ফ্রি প্রাইজ এর পাঁচ হাজার টাকা এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন, বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, ৭ নং চন্দনবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নুল ইসলাম, সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রত্যাশা ২০২১ ফোরাম বোদা পঞ্চগড়ের সভাপতি সফিউল আলম টুটুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম।
হাঙ্গার ফ্রি প্রাইজ প্রাপ্ত নারীরা হলেন রাবেয়া বেগম, আঞ্জুয়ারা বেগম, লিপিকা রাণী, মাধবী রাণী, বিমলা রাণী বর্মন, মাধবী রাণী, ফিলি রাণী, আজমা, জনতা বেগম, রশিদা বেগম, রুবিনা আকতার, শাহেদা আকতার, হাসিনা বেগম, রহিমা খাতুন, মায়া রাণী সেন। অনুষ্ঠানস্থলে পিঠার পসরা নিয়ে বসেছিল ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের সদস্যরা এবং ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ