কালো টাকা সাদা হলো ১০ হাজার ২২০ কোটি

বগুড়া নিউজ ২৪ঃ দেশের করদাতাদের মধ্য থেকে সাত হাজার ৪৪৫ জন তাদের অপ্রদর্শিত আয় কর দিয়ে প্রদর্শন করলেন। তারা প্রায় ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত আয় প্রকাশ করলেন। এর ফলে দেশের অর্থনীতিতে প্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা প্রবেশ করল বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে এই পরিমাণ কালো টাকা সাদা হলো।
রাজস্ব বোর্ড জানায়, ২০২০-২১ অর্থবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪.৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ২০২০-২১ অর্থবছরের আয়করে রাজস্ব লক্ষ্যমাত্রা এক লাখ পাঁচ হাজার ৪৭৫ কোটি টাকা। এ দিকে ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বরের মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর এসেছে প্রায় ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় এক হাজার ৫৪৫ কোটি ৯ লাখ টাকা বেশি।
এনবিআর জানায়, অর্থনীতিতে গতি সঞ্চার, বিনিয়োগ বৃদ্ধি ও পুঁজিবাজারের উন্নয়নে চলতি অর্থবছর সরকার অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বিশেষ সুযোগ দেয়। এ সুযোগে অভূতপূর্ব সাড়া দিয়েছেন করদাতারা। তাই চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর অধ্যাদেশ ১৯-এর এএএএ ধারা অনুযায়ী ২০৫ জন করদাতা প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা কর দিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত সিকিউরিটিজে বিনিয়োগ করেছেন।
এ দিকে করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করায় সচেতন নাগরিক ও করদাতাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড আবু হেনা মো: রহমাতুল মুনিম। এ ছাড়া মহামারীর মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করায় কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১