চরিত্রগুলো নেতিবাচক হলেও বৈচিত্র্য থাকছে: অপু

বগুড়া নিউজ ২৪ঃ রাশেদ মামুন অপু, শোবিজের সুপরিচিত নাম। বর্তমানে ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দায় ব্যস্ত হয়ে পড়েছেন। থিয়েটারেও যুক্ত থেকেছেন দীর্ঘদিন। যে কোনো চরিত্রে সহজেই মানিয়ে যান তিনি। বর্তমানে এই অভিনেতার কাজের ঝুলিতে জমা ১০টি চলচ্চিত্র; যার মধ্যে ৯টি ছবিতেই ভিলেন হিসেবে কাজ করছেন। এর মধ্যে অর্ধেকের বেশি রয়েছে মুক্তির অপেক্ষায় আর বাকিগুলোর শুটিং চলছে।  কিছু দিন আগে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’তে যুক্ত হন। আর এ বছরে একটু আলাদা ও ব্যতিক্রমী চরিত্রে তাকে দেখা যাবে সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবিতে। কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় রাশেদ মামুন অপুর। ২০১৮ সালে যুক্ত হন নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছবিতে।

তার অন্য ছবিগুলো- অনন্য মামুনের ‘নবাব এলএলবি, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, রায়হান রাফির ‘পরান’, ‘জানোয়ার’ ও ‘দামাল’। ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির শুটিং এখনো শুরু করেননি অপু। তিনি বলেন, ‘রাত জাগা ফুল’ ছাড়া বাকি সব ছবিতে নেগেটিভ চরিত্র করেছি। মুক্তির অপেক্ষায় বেশির ভাগ ছবি। এগুলো মুক্তি পেলে হয়তো মানুষ বুঝতে পারবে কতটুকু চেষ্টা করেছি। চরিত্রগুলো নেতিবাচক হলেও বৈচিত্র্য থাকছে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১