বগুড়া শেরপুরে আ’ লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস ছাত্তারের শিশুপার্ক মোড়, উত্তর সাহাপাড়ার কলাপট্টি, উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন নয়াপাড়া ও টাউন কলোনি এলাকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার রাতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

শহরের শিশুপার্ক মোড় নির্বাচনী ক্যাম্প পরিচালনাকারী পীযূষ বসাক জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তারা দলীয় কর্মী নিয়ে বসেছিলেন। এরপর বাড়ি ফিরে যান। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে তাদের নির্বাচনী কার্যালয়ে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একইভাবে পৌর শহরের অপর তিনটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৪ জানুয়ারি রাতে আবদুস সাত্তারের নৌকা মার্কার নির্বাচনী প্রচার মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছিল। এ নিয়ে শেরপুর থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার সকালে মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তার আগুনে পুড়ে যাওয়া কার্যালয়গুলো দেখতে যান। এ সময় শহর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন বলেন, ৪ জানুয়ারি রাতে আবদুস ছাত্তারের নির্বাচনী প্রচারের মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছিল। এ নিয়ে শেরপুর থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে সকালে মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তার আগুনে পুড়ে যাওয়া কার্যালয়গুলো দেখতে যান। এ সময় শহর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুস ছাত্তার বলেন, আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দমিয়ে রাখা যাবে না। যারা তার নির্বাচনী কার্যালয়গুলোতে আগুন দিয়েছে, তারা কখনো শান্তিপ্রিয় মানুষ হতে পারে না।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে পুলিশ আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী ক্যাম্পগুলো পরিদর্শন করেছে। এঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১