সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বগুড়ায় হিন্দু মহাজোটের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার রাশেদ : নড়াইলে সনাতন সম্প্রদায়ের ওপর বরবরচিত সাম্প্রদায়িক হামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় শহরের সাতমাথা চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার আহবায়ক এ্যাড. জয়ন্ত কুমার রায় দীপক, যুগ্ন-আহবায়ক অলক কুমার দাস, রঞ্জিত মহন্ত, প্রশান্ত দত্ত, প্রদীপ বর্মন, সদস্য সচিব সুমন দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, আইন বিষয়ক পরেশ মহন্ত সহ প্রদীপ বর্মন, বীরেন সরকার, অমরেশ সরকার, কালিপদ জয়, ইন্দ্রজিৎ চন্দ্র, সুদীপ কুমার, উজ্জ্বল প্রাং, মহেন্দ্র চন্দ্র প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যলঘু সম্প্রদায়ের ওপর বারবার এমন হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনার বিচার হচ্ছেনা। বাংলাদেশের সংবিধানে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। এসব আইনের সঠিক প্রয়োগ করলে এ ধরনের অপরাধ এড়ানো সম্ভব। আমরা এই মানববন্ধন ও প্রতিবাদের মাধ্যমে সব অন্যায়ের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার ও আমাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, সম্প্রতি মুসলিম ধর্ম নিয়ে অবমাননা করে এক হিন্দু যুবক ফেসবুকে পোস্ট দিয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে গত ১৫ জুলাই নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও দোকান লুট-পাটের ঘটনা ঘটে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ