দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১৭ হাজার টন চাল বরাদ্দ

বগুড়া নিউজ ২৪ঃ  বন্যা, নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১৭ হাজার ৩০০ টন চাল এবং ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার (২৭ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দিয়ে আদেশ জারি করা হয়।

ছয়টি বিশেষ ও ২৬টি ‘এ’ ক্যাটাগরিসহ ৩২টি জেলার প্রতিটির জন্য ৩০০ টন করে মোট ৯ হাজার ৬০০ টন চাল এবং ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

২৬টি ‘বি’ ক্যাটাগরি জেলার প্রতিটির জন্য ২৫০ টন করে মোট ৬ হাজার ৫০০ টন চাল এবং ৪ লাখ টাকা করে মোট ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৬টি ‘সি’ ক্যাটাগরি জেলার প্রতিটির জন্য ২০০ টন করে মোট ১ হাজার ২০০ টন চাল এবং সাড়ে ৩ লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত অন্যকোন কাজে এ বরাদ্দ বিতরণ করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ