বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহিম (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জুয়া খেলার প্রতিবাদ ও এনজিওর কিস্তির টাকা নিয়ে গ্রামের দুই নারীর বিরোধ মিটাতে গিয়ে মাসুদ ও তার ভাই আব্দুর রাজ্জাকের সঙ্গে শত্রুতা তৈরি হয় রহিমের। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে মাসুদ ও আব্দুর রহিমের মধ্যে তর্কবিতর্ক। মাসুদ ও আব্দুর রাজ্জাক রহিমকে ধরে তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের কেউ থানায় এজাহার দিলে মামলা রেকর্ড হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ