স্ত্রীর ছোড়া গরম পানিতে ঝলসে গেল স্বামী

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় স্ত্রীর ছোড়া গরম পানিতে মোস্তাফিজুর রিপন নামে এক ব্যক্তির শরীরের প্রায় ত্রিশ শতাংশ ঝলসে গেছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, ভোরে গাইবান্ধা পৌর শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। বউয়ের ছোড়া গরম পানিতে আহত মোস্তাফিজুর রহমান রিপন ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় গাড়ীর সুপারভাইজার। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়িতে ঘুমাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান রিপন। ভোরে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী ফুটন্ত গরম পানি ঢেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার চিৎকারে মা দরজা খুলে দেখেন, রিপনের চোখসহ মাথার দিকের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। ঘটনার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর রহমান সাংবাদিকদের বলেন, গরম পানিতে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সদর থানার পুলিশ পরিদর্শক ওয়াহেদ জানান, ঘটনা জানতে পেয়ে তাৎণিক ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। স্ত্রী শাবানা পলাতক রয়েছেন। আহত ব্যক্তির পরিবারের পে হতে এখনো কেউ কোন এঘটনায় কোন এজাহার প্রদান করেনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ