১৫সেপ্টম্বরে সারাদেশে শুরু হতে যাচ্ছে এস এস সি পরিক্ষা

কামরুল ইসলাম চট্টগ্রাম:  দীর্ঘ বছর পর আবার বহুল আকাঙ্কিত এসএসসি ও সমমান পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষার্থীরাও ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বলে অভিভাবকরা জানান। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী হচ্ছে ৫ হাজার ১৩৯ জন। এরমধ্যে ৩২ মাধ্যামিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ৩হাজার ৭৫৮জন। ২৩ মাদ্রাসার পরীক্ষার্থী হলো ১ হাজার ২৩০জন এবং দু’শিক্ষা প্রতিষ্ঠান থেকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৫১ জন। সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলায় পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ১হাজার ২৬০জন, গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৮০৩জন, মোস্তফা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৯৯জন ও চুনতি মেহেরুন্নিছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৬ জন। দাখিল পরীক্ষার্থীর মধ্যে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭২৩ জন ও সুখছড়ী রহমানিয়া কেন্দ্রে ৫০৭ জন।

এছাড়াও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কারিগরি বোর্ডের অধীনে বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ১৫১জন। পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রেও ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানা যায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ