বগুড়ায় সদর উপজেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার রাশেদ: গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহণের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে মাসব্যাপী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়া সদর উপজেলা বিএনপি। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সদরের নওদাপাড়া বন্দরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, রাজপথে আন্দোলন করতে গিয়ে নারায়ণগঞ্জের শাওন, ভোলার নুরে আলম ও রহিম জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। তাদের রক্ত বৃথা যাবে না। রাজপথেই এর ফয়সালা হবে। এসময় তিনি বর্তমান সরকারের সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। এবং তত্ত্ববধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন করতে দেয়া হবেনা বলেও হুশিয়ারী দেন তিনি। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন এমপি,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, লাভলী রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাইন, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমূখ। এছাড়াও সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ