দীর্ঘ ২০ বছর পর আজ শাজাহানপুর উপজেলা বিএনপির সম্মেলন

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চোপীনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সম্মেলনকে ঘিরে তৃণমূলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপজেলা সদর এলাকাসহ দুবলাগাড়ী-চোপীনগর রাস্তার দু’পাশে প্যানা, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে। প্রস্তুত করা হয়েছে হাজার হাজার লোক সমাগমের বিশাল আকৃতির প্যান্ডেল। বৃহত্তর সুসজ্জিত মঞ্চ তৈরি করা হয়েছে। খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি জানান, দীর্ঘ বিশ বছর পর সম্মেলন পেয়ে নেতাকর্মীরা উর্জ্জীবিত হয়ে উঠেছে।

সম্মেলনকে সফল করতে তৃণমূল প্রস্তুত। মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান জানান, সম্মেলনে নতুন নেতৃত্ব সরকার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন বলেন, সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সম্মেলনকে সফল করতে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালানো হয়েছে। আশা করছি সম্মেলনটি স্মরণীয় হয়ে থাকবে। নতুন নেতৃত্ব আগামী আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে রাজনীতির ইতিহাসে মাইকফলক হয়ে থাকবে। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সম্মেলনের উদ্ধোধন করবেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোর্শেদ মিল্টন। সম্মেলন পরিচালনা করবেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডা: বজলুর রহমান নিলু। সম্মেলনে প্রধান অতিথি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সভাপতি পদে এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান বিদ্যুৎ, ও সাংগঠনিক সম্পাদক দু’টি পদে হারেজ উদ্দিন ও আবু শাহিন সানির নাম ঘোষণা করবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ