গাইবান্ধায় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

বগুড়া নিউজ ২৪ঃ আগামী ১১ অক্টোবর ভোর থেকে টানা চারদিন আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময় লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করতে পারবেন না। এ নিষেধাজ্ঞা ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, আগামী ১২ অক্টোবর জাতীয় সংসদের গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় শূন্য আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক অধি-শাখা-৬ এর জারি করা পরিপত্রের অনুচ্ছেদ নং-১৫ এর নির্দেশ অনুযায়ী ১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ