পল্টনে খালেদা জিয়ার অফিসের দরজা ভেঙে তছনছ করা হয়েছে

বগুড়া নিউজ ২৪ঃ সমাবেশের আগে ভাঙচুর হওয়া বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায় ও ড. আবদুল মঈন খান।

রোববার খুলে দেওয়ার পর সোমবার তারা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা ভাঙচুর হওয়া প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যে নগ্ন চিত্র দেখলাম, এটা বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এ রকম নজির নাই। এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধেও হয়নি।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কার্যালয়ে চেয়ারপারসনের অফিসের দরজা ভেঙে ভেতরে সবকিছু তছনছ করা হয়েছে। হিসাব শাখা লুটপাট করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন নেতাকে নিয়ে কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা বিভাগীয় গণসমাবেশের কর্মসূচিকে ঘিরে ৭ ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। এরপর পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে। সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১