প্রাণীদের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন হবে মেসি

বগুড়া নিউজ ২৪ঃ আর মাত্র একদিন বাকি। এরপরই ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাতারের লুসাইল স্টেডিয়ামে এ মহারণে কে জিতবে, কারা সোনালি ট্রফি উঁচিয়ে ধরবে- এ নিয়ে কৌতুহলের শেষ নেই ফুটবল সমর্থকদের। সেসব ভক্তের কৌতুহল নিবৃত্ত করেছে একদল প্রাণি।
তাদের বেশিরভাগই পূর্বাভাস দিয়েছে এবার বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে দুইবার করে বিশ্বমঞ্চে শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। চলতি আসরে তৃতীয় বৈশ্বিক ট্রফি জয়ের সুযোগ তাদের। এ দ্বৈরথে আর্জেন্টাইন জাদুকর মেসি না ফরাসি তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে জয়ী হন-তাই দেখার বিষয়। ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর ১৯৯৮ ও ২০১৮ সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফ্রান্স। এ বছর ফাইনালি লড়াইয়ে আলবিসেলেস্তে না লস ব্লুজরা জেতেন-এ নিয়ে নানা আভাস দিচ্ছেন ফুটবল বোদ্ধারা।

এরই মধ্যে শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে কুকুর, বিড়াল, কচ্ছপ, ঈগল, মাছ এবং আরও অনেক প্রাণি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করেছেন টিকটক ব্যবহারকারীরা। তাতে দেখা যাচ্ছে, ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে শিরোপা জিতবে আর্জেন্টিনা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে নিয়মিত ভবিষ্যদ্বাণী দিতো পল নামের অক্টোপাস। তার সামনে দুই দলের পতাকা রাখা হতো। এর মধ্যে যাদের বেছে নিতো, তারাই জয়ী হতো।   ওই আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও নেদারল্যান্ডস। সেই খেলায় স্প্যানিশরা জয়ী হবে বলে ফলাফল দেয় পল। শেষ পর্যন্ত তার কথায় সত্য হয়। প্রথমবারের মতো সোনালি ট্রফিতে চুমু আঁকেন আন্দ্রেস ইনিয়েস্তা-জাভিরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১