তুরস্কে ভূমিকম্পে ১৭১৮ ভবন ধসে পড়েছে

বগুড়া নিউজ ২৪ঃ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১ হাজার ৭১৮ ভবন ধসে পড়েছে। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ আটকে আছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এ তথ্য উঠে এসেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা কতটা বাড়বে, তা এখনও ধারণা করা যাচ্ছে না বলেও জানান তিনি।

এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় আল জাজিরাকে জানান, গাজিআন্তাপ ও কাহরামানমারাস প্রদেশে প্রায় ৯০০ ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া সবমিলিয়ে দেশটিতে ধসে পড়া ভবনের সংখ্যা ১ হাজার ৭১৮।

এর আগে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টায় তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল প্রায় ১৭ দশমিক ৯ কিলোমিটার। এটি পার্শ্ববর্তী সিরিয়া, সাইপ্রাস, মিশর ও লেবানন পর্যন্ত অনুভূত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮