পাঠান সিনেমার আয় ১১০০ কোটি ছাড়িয়ে

বগুড়া নিউজ ২৪ঃ দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে। ১৩তম দিনেও বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার তাণ্ডব চলেছে। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৩ দিনে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান সপ্তম। ১৩তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৯ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৩৮.৯ কোটি রুপি। ১৩তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৫৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১০৫ কোটি ২৬ লাখ টাকার বেশি।

ভারতের সর্বোচ্চ আয় করা বাকি ছয়টি সিনেমা হলো— দঙ্গল (প্রথম), বাহুবলি টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়), কেজিএফ টু (চতুর্থ), সিক্রেট সুপারস্টার (পঞ্চম), বজরাঙ্গি ভাইজান (৬ষ্ঠ)। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সমস্ত সিনেমার (হলিউডসহ) মধ্যে ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। ২০২৩ সালে নাম্বার ওয়ান সিনেমা ‘পাঠান’। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮