দুপচাঁচিয়ায় বোরো ধান চাষে ব্যস্ত কৃষক

দুপচাঁচিয়া প্রতিনিধিঃ  দুপচাঁচিয়া উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এরই মাঝে প্রায় ৬০ ভাগ জমিতে বোরো চারা রোপণ করা হয়েছে। বগুড়া তথা উত্তরাঞ্চলের শস্য ভান্ডার হিসাবে পরিচিত দুপচাঁচিয়া উপজেলা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১২ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে চারা রোপণ হয়েছে। এসব জমিতে রোপনের জন্য কৃষকরা ডিসেম্বর  থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বীজতলা তৈরি করে। এ লক্ষে চলতি মৌসুমে ৬শ’ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা জমিগুলোতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে। জমিতে প্রয়োজনীয় পানি, সার প্রয়োগের ব্যস্ত কৃষক। এ ব্যাপারে উপজেলা উত্তর সাজাপুর গ্রামের ফজের আলী, লিটন, পাইকপাড়ার ফেরদৌস বিশ্বাস, বোরাই মধ্যেপাড়া গ্রামের সাজ্জাত হোসেন, হাফেজ আব্দুল হালিম, আব্দুল হান্নান, উত্তরপাড়ার রায়হান সরদার রতনসহ অনেকেই জানান, ধানের বাজার বেশি থাকায় এবার কৃষকরা ধান চাষে বেশি মনোযোগী হয়েছে।

তারা জমিতে রোপনকৃত আলু, সরিষা উত্তোলনের পরপরই জমি বোরো চাষের জন্য তৈরি করেন এবং জানুয়ারীর প্রথম থেকেই জমিতে বোরো বীজতলা রোপন শুরু করেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে অভিমত ব্যক্ত করেন। গতকাল বুধবার এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম জানান, উপজেলার কৃষকরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বোরো চারা রোপণ শুরু করেছে।

এরই মাঝে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই বোরো ধানের চারা রোপণ প্রায় শেষে হবে বলেও জানান। একই সাথে তিনি জানান, এবার বোরো আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ১২ হাজার ১৪০হেক্টর। যা  অতিক্রম হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ ধানের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদের উপর কৃষকরা গুরুত্ব বেশি দিচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ