ওসমানী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন : মোশাররফ

বগুড়া নিউজ ২৪ঃ জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদে এ দাবি করেন তিনি।

মোশাররফ হোসেন বলেছেন, জেনারেল ওসমানীকে বঙ্গবন্ধু সব দায়িত্ব দিয়েছিলেন। বীর উত্তম, বীর বিক্রম সবকিছু- সে যাকে পাইছে, তাকে খেতাব দিছে। এর কোনো হিসাব ছিল না। ওসমানী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন।

তিনি বলেন, জেনারেল ওসমানী তার প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিতে যোগ দিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন তাকে বলছিলাম আমি তো দল করি। তিনি (ওসমানী) আমাকে জিজ্ঞেস করেন কোন দল করেন? আমি বললাম আওয়ামী লীগ করি। তিনি আমাকে বলেন আওয়ামী লীগ কি এখনও আছে?

আওয়ামী লীগের এই নেতা বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা আছে। আজকে কিছু বললাম না। বিতর্কিত হয়ে যাবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে কিছু বলেছি। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে।

মোশাররফ হোসেন বলেন, আমার আক্ষেপ বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশে কোনো প্রতিবাদ হয়নি। আমাদের হাতে কিছুই ছিল না। কিছুই করতে পারিনি। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমরা এই সংগঠনকে শক্তিশালী করেছি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০