সোমনাথ সাহার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ দিবসটি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ২৬ মার্চ ) সকাল ১০ ঘটিকার সময় বিজয় একাত্তর , প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে জীবন বিসর্জনকারী বীর শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, মহিলা আওয়ামীলীগের আহবায়ক শিউলী চৌধুরী, মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস, রামগোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনজুয়ারা বেগম, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রউফ মুস্তাকীম, যুবলীগ নেতা শ্যামল চন্দ্র সরকার, কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম শুভ, মহিলা আওয়ামীলীগের সদস্য আবেদা বেগম, পূজা রায়, রওশন আরা বেগম সহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ