ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বগুড়া নিউজ ২৪ঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

বাংলাদেশের কৃতী সন্তান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ফজলে হাসান আবেদ রাত সাড়ে ৮টার দিকে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। লন্ডনে হিসাব বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করেছেন। ১৯৭২ সালে ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত। তিনি ২০০১ সাল পর্যন্ত এ সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ ছেড়ে চেয়ারপারসন হন। কয়েক মাস আগে চেয়ারপারসনের পদ ছেড়ে অবসরে যান। ফজলে হাসান আবেদ ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কার পান। এ ছাড়াও অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে— বিশ্ব খাদ্য পুরস্কার, স্পেনিশ অর্ডার অব সিভিল মেরিট, অফিসার ইন দ্য অর্ডার অফ অরেঞ্জ-নাসাউ, লিউ টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। তিনি ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত ৫০ বিশ্বনেতার মধ্যে স্থান পান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১