৩৯ তম বিসিএসের মাধ্যমে বগুড়ায় ১৪০ জন চিকিৎসকের যোগদান

বগুড়া নিউজ ২৪ঃ ৩৯ তম বিসিএসের মাধ্যমে বগুড়ার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১৪০ জন চিকিৎসক যোগদান করেছেন। রোববার দুপুর আড়াই টায় বগুড়া বিএমএ ভবনের মিলনায়তনে বগুড়ায় নতুন যোগদানকৃত চিকিৎসকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। সভায় বক্তব্য রাখেন, বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল, সিভিল সার্জন ডাঃ গওসুল আজম চৌধুরী, স্বাচীপ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল মোত্তালেব হোসেন, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম নূরুজ্জামান সঞ্চয়, বিএমএ যুগ্ম সম্পাদক ডাঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজার রহমান তুহিন, উপজেলা স্বাস্থ্য ও প.প, কর্মকর্তা সারিয়াকান্দি ডাঃ মাহমুদুর রহমান রশীদ নান্নু, বিএমএ সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ শফিক আমিন কাজল, হেমাটলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুরজিৎ সরকার, ডাঃ আশরাফুল ইসলাম তাজিন, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ডাঃ ভূবন মোহন দেবনাথ, নবীন চিকিৎসকদের পক্ষে থেকে ডাঃ আসিফ রেজওয়ান ও ডাঃ জেনিফার জাকারিয়া প্রমূখ।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম নূরুজ্জামান জানান, ৩৯ তম বিসিএসের মাধ্যমে বগুড়ার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১৪০ জন চিকিৎসক যোগদান করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১