প্রতিটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহব্বান জানালেন ওসি বদিউজ্জামান

স্টাফ রিপোর্টার: বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান বলেছেন, প্রতিটি শিশুর মাঝেই লুকায়িত থাকে ভবিষ্যতে আগত সকল কিছুকে জয় করার অপার সম্ভাবনা। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের এবং তা যথাযথ পালন করতে পারলেই স্বপ্নের বাংলাদেশ বিণির্মাণ সম্ভব।

সোমবার বিকেলে বগুড়া পৌর এডওয়ার্ড পার্কে আলোর দিশারী স্কুলের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতকালীন সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। আলোর দিশারী স্কুলের প্রতিষ্ঠাতা আহসান হাবীব বিভূর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব একঝাঁক তরুণ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন এবং সর্বদা পাশে থাকার প্রতিশ্রæতি দেন। বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোর দিশারী পরিবারের পরিচালনা পর্ষদের সদস্য মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দারের পরিচালনায় এবং আদিত্ত কুমারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোকলেছুর রহমান মুকুল, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, মিডল্যান্ড ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়। এয়াড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সজল শেখ, ছাত্রনেতা শরিফুল ইসলাম, নাসিম, রাকিবুল ইসলাম ফারাবি, ইব্রাহিম, সাকিবুল, নিবির, প্রমুখ। অনুষ্ঠানে আলোর দিশার পাঠশালার প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র, স্বাস্থ্য সামগ্রী হিসেবে শীতের টুপি, পেস্ট, ব্রাশ, ভ্যাসলিন সহ শিশুদের ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, তরুণদের উদ্যোগে আলোর দিশারী পরিবারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সেচ্ছাশ্রমের মাধ্যমে শিক্ষা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে যা ইতিমধ্যেই আরও ৫ টি স্থানে চালু হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১