দেশে একটিও বাঁশের সেতু থাকবেনা: পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান

ষ্টাফ রিপোর্টারঃ শিবগঞ্জে পৌরবাসীর বহুল আকাঙ্খিত করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি।বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ মাঠে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান শিবগঞ্জে আগমন করেন। এসময় মন্ত্রীকে গার্ড অব অনারের মাধ্যমে বরণ করে নেয় জেলা পুলিশ।

শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ হতে পায়ে হেটে উপজেলার নারী শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর পরই শিবগঞ্জ পৌরবাসীর বহুল আকাঙ্খিত অর্জুনপুর সেতুর ভিত্তির প্রস্তর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। ভিত্তি প্রস্তর স্থাপনের পর শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। জাতির পিতার যোগ্য উত্তরসরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে দেশকে সুষম উন্নয়নে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধু ও দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে দেশের কান্ডারী ধরতে হবে। এদেশের বিএনপি জামাত তথা স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। যাতে দেশের উন্নয়ন তাদের কারণে ব্যহত না হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর সেতু নির্মাণের ফলে এলাকার মানুষের জীবন-মানের উন্নয়ন সম্ভব হবে। আমি ছোট ভাই মেয়র মানিক কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম সেতুর কথা আমাকে জানানোর জন্য। আমি আপনাদের বলতে চাই কোথায় আপনাদের বাঁশের সেতু আছে সেটি আমাকে জানান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একটিও বাঁশের সেতু থাকবেনা ইনশাআল্লাহ্।

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ,  জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টিএমএসএস এর পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া বিএমএ সাধারণ সম্পাদক ও শজিমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, জেলা পরিষদ সদস্য মাহফুজার রহমান রাজ, আব্দুল করিম, মারুফ হোসেন মঞ্জু সহ শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও এলাকার সুধীবৃন্দ।

অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তরের মধ্য দিয়ে দিয়ে শিবগঞ্জ সদর থেকে দেড় কিলোমিটার দূরে অর্জুনপুরের প্রায় ৪ হাজার মানুষের নিত্যদিনের বিভিন্ন কাজে উপজেলা সদরে যাওয়ার একমাত্র পথ নদীপাড়াপাড়ের অবসান ঘটবে অর্জুনপুর তথা পৌরবাসীর। নৌকা পাড়াপাড় ছাড়া এ এলাকার মানুষদের প্রায় ৪ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে প্রবেশ করতে হতো। আর নৌকা পাড়াপাড়ে প্রায়ই নৌকাডুবির ও প্রাণহানীর ঘটনা ঘটছিল। এ জন্য স্বাধীনতার পর থকেইে রঙামাটিয়া ও অর্জুনপুরকে বিভক্ত করা করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবী জানিয়ে আসছিল এলাকাবাসী। সেই সময় থেকে অনেক জনপ্রতিনিধিরাই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ তা পূরণ করেননি। বাধ্য হয়ে এলাকাবাসীর একমাত্র যানবাহন ছিল নৌকা। গত পৌর নির্বাচনে মেয়র তৌহিদুর রহমান মানিকের প্রতিশ্রুতি অনুযায়ী এ সেতু নির্মাণের ব্যাপক দৌড়-ঝাপ শেষে সেতু নির্মাণে সফল হোন মেয়র মানিক। পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৭২ মিটার দৈর্ঘ্য, ৪ মিটার প্রস্থ এ সেতু নির্মাণে সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।সেতুটি নির্মাণের ফলে পৌর এলাকার অর্জুনপুর, ছয়ঘড়িয়া পাড়া, গরীবপুর, আকন্দপাড়া, ধোন্দাকোলা, সন্ন্যাসী ধোন্দাকোলা, দেবীপুর, খালিসপুর, অনন্তপুর, উথলী, রথবাড়ি, নারায়ণপুর, ছোট নারায়ণপুর, বাগমারাসহ ২০ গ্রামের লাধিক মানুষ স্বল্প সময়ে উপজেলা সদরে আসতে পারবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ