বিদ্যালয় গুলোতে সরকারী নীতিমালা অনুসারে সেসন চার্জ ও বেতন গ্রহনের দাবিতে রাইজিং ক্লাবের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ শুক্রবার সকালে বগুড়া শহরের সাতমাথায় বগুড়ায় বিদ্যালয় গুলোতে সরকারী নীতিমালা অনুসারে সেসন চার্জ ও বেতন গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে রাইজিং ক্লাবের সদস্যরা। মানববন্ধনে রাইজিং ক্লাবের সদস্যরা অতিরিক্ত সেসন চার্জ গ্রহনের প্রতিবাদে জনস্বার্থে রিটকারী আব্দুল মান্নান আকন্দের সাথে একাত্মতা প্রকাশ করেন। সরকার নির্ধারিত ফি গ্রহন ও অতিরিক্ত ফি নেয়া হয়ে তা ফেরত দেয়ার জন্য বিদ্যালয় গুলোতে আহŸান জানানো হয়। এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে সেসন চার্জ মফস্বল এলাকায় ৫০০ টাকা, উপজেলায় ১ হাজার টাকা ও জেলা সদরে ২ হাজার টাকার বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রহন করতে পারবে না মর্মে হাইকোর্টের রায় কার্যকর করার জন্য জেলা প্রশাসনের প্রতি আহŸান জানান। অতিরিক্ত সেসন চার্জ গ্রহনের প্রতিবাদে জনস্বার্থে রিটকারী আব্দুল মান্নান আকন্দের আন্দোলনের সাথে বৃন্দাবন পাড়া রাইজিং ক্লাব একাত্মতা ঘোষনা করে। মানববন্ধনে রাইজিং ক্লাবের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রাকিব, সনি, পারভেজ, নিশান, তমাল, নজরুল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ