তিতাস নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ

বগুড়া নিউজ ২৪ঃ কুমিল্লার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মধ্যে সংযোগ স্থাপন করা শেখ হাসিনা সেতু সংলগ্ন তিতাস নদী থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সাথে এই সেতু রক্ষার্থে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে সেতু বিভাগের সচিব, এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও, ওসি এবং এসিল্যান্ডকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই সেতু সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে। এরপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ