দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ডিডি দুদক

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেজন্য প্রথমে আমাদের বর্তমান প্রজন্মকে দুর্নীতিমুক্ত মানসিকতায় বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। সে লক্ষ্যেই দুদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি সততা ষ্টোর এবং সততা সংঘের মাধ্যমে শিক্ষার্থীদের সততার অভ্যাসকরণে কাজ করে যাচ্ছে।
বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রবিবার দুপরে বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক বগুড়া কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী, উপ-পরিদর্শক গোলাম মাহবুব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য যথাক্রমে জাহাঙ্গীর হোসেন তোতা, মনোয়ারা খাতুন সোহানা, জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক সঞ্জু রায়। দুদকের অর্থায়নে স্থাপিত সততা ষ্টোরের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে সততা সংঘের সদস্যবৃন্দ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ