সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০

বগুড়া নিউজ ২৪ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলীনুর (১৬), মায়াজ মিয়া (৪৭) ও মুস্তাকিমকে (২১) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রায়বাঙ্গালী গ্রামের ইউপি সদস্য মনু মিয়া, আব্দুল মালিকের লোকজনের সঙ্গে একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী ও তার মামা বুরহান উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে, উভয় পক্ষের মধ্যে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রবিবার বিকালে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মনু মিয়ার পক্ষের সেলিম মিয়ার ছেলে ফাহিমেএবং রব্বানীর পক্ষের ফটিক মিয়ার ছেলে মাজহারুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রব্বানীর পক্ষের মায়াজ মিয়া ও মনু মিয়ার পক্ষের আলীনুর, মুস্তাকিন গুলিবিদ্ধ হয়ে আহত হন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়ে যায়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী জানান, সন্ধ্যার পর আহতাবস্থায় রায়বাঙ্গালী গ্রামের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা সবাই গুলিবিদ্ধ। উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, এই গ্রামে লাইসেন্সধারী কোনো বন্দুক নেই। আহতরা গুলিবিদ্ধ কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রামের পরিবেশ এখন শান্ত, সেখানে পুলিশ অবস্থান করছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ