ট্রাম্পের যুদ্ধক্ষমতা খর্ব প্রতিনিধি পরিষদে

বগুড়া নিউজ ২৪ঃ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা খর্বের একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমাতে গত বৃহস্পতিবার তোলা এ প্রস্তাবটি ২২৪-১৯৪ ভোটে পাস হয়।

ডেমোক্র্যাটদের আনা এ প্রস্তাবে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহারে কংগ্রেসের সায় ছাড়া ট্রাম্পের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করতে বলা হয়েছে। হাউসের বেশির ভাগ রিপাবলিকান সদস্যই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।

নিয়ম অনুযায়ী, প্রস্তাবটি এখন সিনেটে যাবে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এটি উচ্চকক্ষে পাস হবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে সিনেটে পাস হলে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তাঁর যুদ্ধ ক্ষমতা সীমিতের এ প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনার পাল্টায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজমান তুমুল উত্তেজনার মধ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা খর্বের এ প্রস্তাবে সায় দিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ