বগুড়ার ক্রিড়া সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা জলিলুর রহমান জলিল আর নেই

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার বিশিষ্ট ক্রিড়া সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক বগুড়া জ্বলেশ্বরীতলার পশারী পরিবারের কৃতি সন্তান জলিলুর রহমান জলিল শুক্রবার রাতে মৃত্যু বরণ করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না এলাহি রাজেউন)। এর আগে রাত্রি নয়টায় তার হার্ট এটার্ক্ট করে। মরহুম এর জানাযার নামাজ শনিবার ১১/০১/২০২০ইং বাদ আছর আলতাফোন নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। মরহুম জলিলের রহমান ১৯৪২ ইং সালে জন্ম গ্রহন করেন। বর্তমান বয়স ৭৮ বছর।
জলিলুর রহমান এর আকর্ষিক মৃত্যুতে আমরা তথা বগুড়ার ক্রিড়ামোদি এবং সর্বস্তরের মানুষ শোকাভিভূত। জলিল ভাই এর বেশ কয়েক বছর আগে ওপেন হার্ট সার্জারী করা ছিল। এবং তার পরও কয়েকবার তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। কিন্তু এবার সত্যিই তিনি আমাদের ক্রিড়া অঙ্গন কে এতিম করে চলে গেলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ