হেমেইমিম ঘাঁটিতে ড্রোন হামলা ঠেকিয়ে দিল রাশিয়া

বগুড়া নিউজ ২৪ঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে, তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এসব ড্রোন জঙ্গি গোষ্ঠীগুলো পাঠিয়েছিল। ড্রোনের হামলা ঠেকিয়ে দেওয়া সম্ভব হওয়ায় হেমেইমিম ঘাঁটির কোনো ক্ষতি হয়নি। সিরিয়ায় অবস্থিত তারতুস নৌ ঘাঁটি এবং হেমেইমিম বিমান ঘাঁটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সিয়িরার সরকারের আমন্ত্রণে সেদেশে জঙ্গি বিরোধী অভিযান তৎপরতা চালাচ্ছে রাশিয়া।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছেন। কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব। সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে আমেরিকা ও ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা শুরু করে। কয়েক বছরের ব্যাপক সংঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের দখলমুক্ত করতে সক্ষম হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ