বগুড়ায় কবিরাজসহ ৭জন জুয়াড়ী গ্রেফতার

আদমদিঘী প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় কবিরাজসহ ৭জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদমদীঘির ইন্দইল মাঠে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির ডহরপুর গ্রামের বাদেশ আলীর ছেলে পেশাদারি জুয়াড়ী উজ্জল হোসেন ওরফে কবিরাজ (৩৮), একই গ্রামের ছাহের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), ডালম্বা গ্রামের রমজান আলীর ছেলে নুর ইসলাম (৩৫), গোড়গ্রামের ছাবের আলীর ছেলে এমদাদুল হক (৪০), সালগ্রামের তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান (৫০), সান্তাহার নতুনবাজারের খলিলুর রহমানের ছেলে বাদশা মিয়া (৪২) ও নওগাঁ সদরের আয়েজ উদ্দীনের ছেলে সোহরাব হোসেন (৪৩)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, পেশাদারি জুয়াড়ী উজ্জল হোসেন কবিরাজের নেতৃত্বে উপজেলার ইন্দইল মাঠের নির্জন স্থানে তাসের মাধ্যমে জুয়া খেলছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ধাওয়া করে এই ৭জন জুয়াড়ীকে গ্রেফতার করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ