পুলিশের ৫ কর্মকর্তা বদলি, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুব

বগুড়া নিউজ ২৪ঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহাবুবুর রহমান।

রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়।

ব্যারিস্টার মাহাবুবুর রহমান সিআইডির বিদায়ী প্রধান (র‌্যাবের বর্তমান ডিজি) আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ব্যারিস্টার মাহাবুব হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

একই প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে অ‌্যান্টিটেরোরিজম ইউনিটের প্রধান হিসাবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহিমকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক পদে টিআর শাখায়, ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১