ভুয়া রিপোর্টের সবাই গ্রেফতার হবে

বগুড়া নিউজ ২৪ঃ করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়া সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছে। এ প্রতারণার মূল হোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী গ্রেফতার হয়েছেন। প্রতারণায় আরিফের অন্যতম সহযোগী তার স্ত্রী ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাও গতকাল গ্রেফতার হয়েছেন। তবে এখনো গ্রেফতার হননি রিজেন্টের সাহেদ।

আইজিপি বেনজীর আহমেদ জেকেজির প্রতারণা নিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমরা সচেতন আছি। যারাই এ অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই আমরা গ্রেফতার করব।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে গ্রেফতারের বিষয়ে আইজিপি বলেন, আমরা তাকে ধরার জন্য চেষ্টা করছি। আমাদের সব ইউনিট কাজ করছে। তিনি গ্রেফতার না হওয়া পর্যন্ত পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ