বগুড়ায় আবারও পানি বাড়ছে যমুনা ও বাঙ্গালী নদীতে

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীতে আবার পানি বাড়ছে। যমুনা নদীতে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙ্গালী নদীতে বিপদসীমার ২৪ দশমিক ৭ সেন্টিমিটার উপরে বইছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৗশলী মো. মাহবুবুর রহমান।

কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নির্বাহী প্রকৗশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। বুধবার সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৬ দশমিক ৮৬ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বাঙ্গালী নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। এ নদীতেও পানি বেড়ে বিপদসীমার ১৬ দশমিক ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০