শেরপুরে হাইওয়ে পুলিশর উদ্যোগে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর “নো মাস্ক, নো সার্ভিস” অনুশাসন বাস্তবায়ন করতে বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে জন সচেতনতামূলক লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার ২৯শে নভেম্বর সকালে গাড়ীদহ, মহিপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় গণপরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম, সার্জেন্ট আরিফুল ইসলাম, নাজমুল, বেলাল, হাসান, আনিছুর রহমান প্রমুখ। আশরাফুল ইসলাম বলেন, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালক, হেলপার ও যাত্রীসেবায় মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে জনসচেতনমূলক কর্মসূচি অব্যাহত রেখেছি।

তিনি আরো বলেন, মহাসড়কে থ্রি-হুইলারের যাতায়াত বন্ধ হলেই দূর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আসবে, পাশাপাশি মহাসড়কে যানজট কম হবে। এ লক্ষেই আমরা জন সচেতনামূলক লিফলেট বিতরণ করছি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ