নন্দীগ্রাম পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৩১শে ডিসেম্বর
পৃথক পৃথক সময়ে আসন্ন ৩০শে জানুয়ারী ২০২১ নন্দীগ্রাম পৌরসভা
নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর
প্রার্থীরা স্ব-স্ব দলের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক উৎসাহ
উদ্দিপনার মধ্য দিয়ে সামানিজ দূরত্ব বজায় রেখে নন্দীগ্রাম উপজেলা
নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা অতিরিক্ত
নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নিকট মনোনয়ন পত্র দাখিল
করেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যমতে
নন্দীগ্রাম পৌর নির্বাচনে এবার মেয়র পদে আওয়ামীলীগ থেকে দলীয়
মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকে নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের
সভাপতি ও নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মোঃ আনিছুর রহমান,
জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ
প্রতিকে নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র
আহবায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার শান্ত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী
হিসেবে নন্দীগ্রাম পৌরসভার বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী
জুয়েলসহ মোট ০৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে সংরক্ষিত
কাউন্সিলর পদে মোট ১৪জন এবং সাধারণ কাউন্সিলর পদে পদে মোট ২৮জন
প্রার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেন। উল্লেখ্য, ৩১শে ডিসেম্বর
মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন হওয়ায় দিনভর প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র
দাখিল করেন। আগামী ০৩ জানুয়ারী প্রার্থী যাচাই বাছাই শেষে ১১
জানুয়ারী প্রতিক বরাদ্দের দিন ধার্য্য করেছেন বাংলাদেশ নির্বাচন
কমিশন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০শে জানুয়ারী ২০২১।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ