এরদোগানের সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কে ছাত্র-ছাত্রীর বিক্ষোভ

বগুড়া নিউজ ২৪ঃ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের নিয়োগকৃত রেক্টরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইস্তাম্বুলের বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এরদোগানের দলের বিরুদ্ধেও স্লোগান দিয়েছে তারা।

ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে মেলিহ বুলুকে নিয়োগ দেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৫ সালের নির্বাচনে তিনি এরদোগানের দলের হয়ে লড়েছিলেন।

ক্ষমতাসীন দলের নেতাকে এভাবে নিয়োগ দেয়ায় বিক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, এভাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা খর্ব করতে চাইবেন এরদোগান। তাই রেক্টর নিয়োগ করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে।

স্থানীয় মিডিয়ার বরাতে জানা গেছে, এ নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকাতে চাইলে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চায়। তখন পুলিশ কাঁদানে গ্যাস এবং প্লাস্টিক বুলেট ব্যবহার করে।

রেক্টরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা অপরাধ নয় বলে জানিয়েছে ক্ষমতাসীন দল।

অন্যদিকে যার নিয়োগ নিয়ে এই বিক্ষোভ, সেই বুলু জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে কাকে নিয়োগ দেয়া হবে, তা নির্ধারণের ক্ষমতা সংবিধান অনুযায়ী তুর্কি প্রেসিডেন্টের রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১