সভাপতি সফিক, সম্পাদক রাজ, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকেলে পল্লীমঙ্গল বারুইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আবু সুফিয়ান সফিককে সভাপতি, মাফুজুল ইসলাম রাজকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য পুনরায় দায়িত্ব পেলেন তারা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফারাজী, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ মকবুল হোসেন, অ্যাডঃ মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, অ্যাডঃ তবিবুর রহমান তবি, এ কে এম আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ অপেল, শাহাদত আলম ঝুনু, অ্যাডঃ জাকির হোসেন নবাব, আকতারুজ্জামান ডিউক, সুলতান মাহমুদ খান রনি, আল রাজী জুয়েল, আনিছুজ্জামান মিন্টু, নাসরিন রহমান সীমা, মাশরাফী হিরো, আনোয়ার পারভেজ রুবন, এস এম শাজাহান, খালেকুজ্জামান রাজা প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেন, বৈশ্বিক মহামারী ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যখন বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, সেই সমস্ত দেশের অর্থনীতিতে যখন ধস নেমেছে, বিশ্বে যখন খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা, দেশপ্রেম ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে অর্থনীতির ভিত্তির উপর দাড় করিয়েছেন এবং মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিা ও চিকিৎসার নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন। খবর বিজ্ঞপ্তি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১