সান্তাহারে ভিজিডি‘র চাল কেনায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দা থেকে ভিজিডির চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে কেনায় ভুট্টু হোসেন নামের একজন চাল ব্যবসায়ীকে আসামী করে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানা বাদি হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। ভুট্টু হোসেন উপজেলা দমদমা গ্রামের বাসিন্দা।

গত ২৩ মে সোমবার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ৩১৫ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে ভিজিডি‘র চাল বিতরণ শুরু করা হয়। এসময় কতিপয় অসাধু চাল ব্যবসায়ী সরকারি বিধি উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের বারান্দায় উপকারভোগীদের নিকট থেকে অল্প মূল্যে চাল কেনা শুরু করে। এক পর্যায় স্থানীয় জনতা অল্প মূল্যে কেনা ১০ বস্তায় ৩০০ কেজি চালসহ উপজেলার দমদমা গ্রামের চাল ব্যবসায়ী ভুট্টু হোসেনকে হাতেনাতে ধরে ফেলে। পরে কৌশলে ভুট্টু হোসেন পালিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় অবহিত হওয়ার পর ঘটনাস্থলে সহকারি কমিশনা (ভুমি) মাহবুবা হককে পাঠান। সহকারি কমিশনার বিষয়টি নিশ্চিত হয়ে উদ্ধার হওয়া চাল জব্দ করে থানা হেফাজতে নেওয়াসহ চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার দুপুরে সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, এ মামলার আসামী ভুট্টুকে গ্রেফতারে তৎপরতা চলছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১