বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে জামায়াত সকাল সাড়ে ৮টায়

স্টাফ রিপোর্টার : আগামী রোববার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহার প্রধান কাজ হচ্ছে সকালে উঠে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে নিকটতম ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা। নামাজ শেষে অনেকেই মরহুম সদস্যদের কবরে গিয়ে দোয়া পাঠ করেন। এরপর বাড়ি ফিরে পশু কোরবানী করেন। সারাদেশের ন্যায় বগুড়ায় মহামারী করোনার প্রকোপ কম থাকায়, এবার ঈদ জামায়াত মাঠে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে আবহাওয়া ভাল থাকলে সুত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেভাবেই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করেছে বগুড়া পৌরসভা। বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা প্রস্তুতি দেখতে গত বৃহস্পতিবার বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। তবে আবহাওয়া খারাপ থাকলে স্ব স্ব এলাকার মসজিদে মসজিদে ঈদ জামায়াত আদায় করার কথা জানানো হয়েছে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আলতাফুন্নেছা ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বগুড়ার আটাপাড়া আলামিয়াতলা ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামায়াত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, কাটনারপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় এবং উপশহর ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ