গাবতলীতে হত্যা মামলায় আ’লীগের ৪ নেতাকে জড়িত করায় মানববন্ধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর পাঁচকাতুলী গ্রামের আঃ রহিম হত্যা মামলার সাথে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের চার নেতাকে ষড়যন্ত্রমূলক জড়িত করার প্রতিবাদে শনিবার স্থানীয় মাদারতলা বাজারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউন নবী আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বেলাল উদ্দিন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আব্দুল করিম কচি, আব্দুল লতিফ লাটিম, জহুরুল ইসলাম, পিন্টু মন্ডল, মনির ইসলাম পিপুল, মিজানুর রহমান পান্না, মানিক মেম্বার, সাইদুল মেম্বার, সরকার ছঈম, শাহারিয়া বিন হাসান সৌরবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ। বক্তাগণ আঃ রহিম হত্যার সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, মিথ্যা, হয়রানী ও ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আপেল মাহমুদ, আরিফুর রহমান রাঙ্গা, মুক্তার হোসেন ও রাজিব মিয়াকে জড়িত করা হয়েছে। অবিলম্বে ওই হত্যা মামলা থেকে তাদের নাম বাদ বা প্রত্যাহার করে নিতে হবে, তা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ