শেকৃবিতে ৩ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

শেকৃবি প্রতিনিধিঃ  শিক্ষকের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্টোরি দেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদকদ্রব্য পরিবহণ এবং মাদকদ্রব্য সেবন করায় একজন শিক্ষার্থীকে সতর্ক করে মোট ৫ জনকে নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর মধ্যে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত সাগর দাস এবং মো. রায়হান আলীকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুল কাইয়ুমের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে ভর্তি বাতিল এবং স্থায়ীভাবে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আরেক শিক্ষার্থী মো. শাকিলুজ্জামানকে বহিষ্কার করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে। শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী তার ক্ষেত্রেও ভর্তি বাতিলসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কৃষি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১ এর শিক্ষার্থী তন্ময় সরকারকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রসায়ন বিভাগের অধ্যাপক মো. নুরুদ্দীন মিয়ার নামে ফেসবুকে আপত্তিকর ও সম্মানহানিকর ‘অ্যাড স্টোরি’ দেওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদকদ্রব্য পরিবহণ এবং সেবন করায় ইনস্টিটিউট অব সিড টেকনোলজিতে মাস্টার্সে অধ্যয়নরত আরেক শিক্ষার্থী আশিস সূত্রধরকে সতর্ক করা হয়। এক্ষেত্রে ওই শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে মাদকদ্রব্য (গাঁজা) সেবন ও পরিবহণ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। বহিষ্কারাদেশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন উর রশীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য দেবেন না বলে জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ