সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে : ড. রাজ্জাক

বগুড়া নিউজ ২৪ঃ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অবশ্যই রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রোববার ‘বাংলাদেশের ব্যবসায় পরিবেশ : উদ্যোক্তা জরিপ ২০২২’ শীর্ষক এক জরিপের ফলাফল তুলে ধরেছে সিপিডি। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি বলে জানায় সংস্থাটি।

সিপিডির জরিপ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ দুধের মতো স্বচ্ছ— এটা কোনোদিনই দাবি করি না। উন্নয়নশীল দেশে কমবেশি দুর্নীতি হবেই। পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে। যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে। বাংলাদেশেও কমবেশি দুর্নীতি আছে।

বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটা কী করে হলো? এডিবি, আইএমএফ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা দেশগুলো তো এটি মূল্যায়ন করছে। কাজেই রাজনৈতিক লক্ষ্য নিয়ে এ ধরনের অনেক জরিপ করে সিপিডি।

কৃষিমন্ত্রী বলেন, সিপিডি একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে। কাজেই সেই লক্ষ্য নিয়ে এ গবেষণা কার্যক্রমটি করেছে তারা। তাদের জরিপের মেথোডলজি, তথ্য সংগ্রহের পদ্ধতি দেখাতে হবে। তাহলেই বোঝা যাবে, এটি সঠিক কি না।

তিনি বলেন, সিপিডিকে এর মূল্য দিতে হবে। জনগণ কাউকে ক্ষমা করে না।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ