স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই: এমপি তানসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শেখ হাসিনার মূলনীতি, গ্রাম হবে শহরে উন্নতি। আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন চলমান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার অঅহ্বান জানিয়ে বলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের সরকার আবারো ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।

আজ রোববার (১৬ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী এলাকার সড়কে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে রেজাউল করিম তানসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পর্যায়ক্রমে চারটি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, উপ-সহকারি প্রকৌশলী শহিদুল আলম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ইউপি সদস্য গোলাম মোস্তফা, বেদেনা বেগম, সাংবাদিক আব্দুল আহাদ, জাসদ নেতা আলহাজ¦ আব্দুল গাফ্ফার, আলহাজ্ব আবু তালেব, শহিদুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে চারটি সড়ক যথাক্রমে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক, থালতা-মাঝগ্রাম ইউনিয়নের চাঙ্গুইর-বেতকুড়ি সড়ক, পাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক এবং দূর্গাপুর জিসি-নশরৎপুর জিসি ভায়া কুন্দুগ্রাম সড়ক পাকাকরণ কাজ করা হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০