পঞ্চগড়ে বাড়ি ভাংচুর, মারপিট ও অগ্নিসংযোগের অভিযোগে আটক ৬

বগুড়া নিউজ ২৪ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মির্জাপুর ইউনিয়নের বার-আউলিয়া এলাকায় তৈয়ব আলী নামে এক ব্যাক্তির জমি দখল করে মারপিট, বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা সহ ৬জনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটে। পরে আজ বুধবার (৪ঠা মার্চ) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

জানা যায়, উপজেলার বার-আউলিয়া এলাকায় তৈয়ব আলীর তার পৈতৃক জমিতে গত তিন মাস আগে বাড়ি করে। ওই জমি নিয়ে তৈয়ব আলীর চাচাতো ভাই দারাজুল ইসলাম (৫৩) এর সাথে বিরোধ বাঁধে। বিরোধের মাঝে গত মঙ্গলবার দুপুরে তৈয়ব আলীর বাড়ি দখলের জন্য বোদা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী সহ প্রায় ২১ জনকে ভাড়া করে দারাজুল। তারা তৈয়ব আলীর বাড়ি ভাংচুর ও তাকে মারধর করে তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার পর পরেই এলাকা ত্যাগের সময় এলাকাবাসীর হাতে আটক হন বোদা উপজেলা ছাত্রলীগের ওই দুই নেতা সহ ৪ কর্মী ও সমর্থক। পরে তাদের আটোয়ারী উপজেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে গতকাল মঙ্গলবার রাতেই এ ঘটনায়  তৈয়ব আলীর মেয়ে তানজিনা আক্তার আটোয়ারী থানায় আটককৃত ৬ জন সহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ নামে একটি মামলা দায়ের করে । আটককৃতরা হলেন, বোদা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন সবুজ (২০),  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনজাম পিয়াল (১৯), রিপন ইসলাম (২০), হাবিবুল্লাহ প্রধান (২০), নুরুল ইসলাম (২৫) ও শাহরিয়ার আলম প্রিন্স (২০)। আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ